December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 23rd, 2024, 7:59 pm

ঝিনাইদহে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহের মহেশপুরে সিএনজিতে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল দিকে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাক সিএনজিটিকি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে একজনকে যশোর রেফার্ড করা হয়।

মহেশপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—–ইউএনবি