January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 7:22 pm

ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ, নারী গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলায় ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মুক্তা খাতুন (৩৪) কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। সেসময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

তিনি জানান, গ্রেপ্তার মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

—ইউএনবি