January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 9th, 2024, 7:29 pm

ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

ঝিনাইদহে ফেনসিডিল পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের অমেদুল হক এবং দৌলতদিয়ার হাতিকাটা গ্রামের রাসেল আহমেদ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সদর থানা পুলিশের একটি দল মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় তারা একটি মিনি ট্রাকের গতিরোধ করে ট্রাকভর্তি সবজির ভেতর থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

—–ইউএনবি