October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:11 pm

ঝুঁকিপূর্ণ মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ –রংপুরে অতিরিক্ত আইজিপি

রংপুর ব্যুরো:

অতিরিক্ত আইজিপি র‌্যাব ফোর্সেস’র,মহাপরিচালক একেএম শহিদুর রহমান এনডিসি বলেন, বাংলাদেশে এবার ৩১ হাজার ৫৪৬টি পূজা ম-পে পূজা উৎযাপন হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এই পূজা যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পরিচালিত হয় সেই লক্ষে আইশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি বলেন দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এ ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনায় কাজ করছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজার তালতলা রোডস্থ করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালক বলেন, আমরা সতর্ক আছি ও থাকবো। যারা পূজা ম-পের দায়িত্বে আছে ও কাজ করছে তাদের অনুরোধ করবো যাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে। সকলে যদি সহযোগীতা করি তবে অসুস্থ মনমানুষিকতার লোক কোন প্রকার সুযোগ পাবেনা।তিনি বলেন, এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিকভাবে র‌্যাবের ডগ স্কোয়াড ও প্রয়োজনীয় স্যুইপিং থাকবে। এছাড়াও র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব স্পেশাল ফোর্স এর কমান্ডো টিমকে যে কোন নাশকতা/হামলা ও উদ্ভূত পরিস্থিতি মোবাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

একেএম শহিদুর রহমান বলেন, আমরা আশা করছি অসম্প্রদায়িক বাংলাদেশে এই উৎসবটি সুন্দরভাবে পরিচালিত হবে। আগামী ২৮ তারিখ থেকে পূজার মূল কার্যক্রম শুরু হবে। আজ ২৩ তারিখ আগামী ২৪ তারিখ থেকে র‌্যাব-পুলিশ মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় থাকবে। এবারের পূজায় র‌্যাব-পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে থাকবে।

পরিদর্শনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, র‌্যাব-১৩’র অধিনায়ক মনজুর করিমসহ পুলিশ ও র‌্যাবে উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।