May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 23rd, 2025, 12:59 pm

ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?

নিজস্ব প্রতিবেদক:
টানা তিন জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানের জয়টা বলতে গেলে বরিশালকে অনেকটাই পৌঁছে দিয়েছে প্লে-অফ পর্বে। যদিও ম্যাচের লাগাম পুরোটা সময় নিজেদের কাছে রাখতে পারেননি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল শুরুতে একপ্রকার ব্যাকফুটে ছিল ফরচুন বরিশাল। তবে সাময়িক সেই বিপর্যয় সামলে নেন দলটির অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরবর্তীতে শেষ দিকে ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন রিশাদ হোসেন। তার এমন ইনিংসে ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে মাহমুদউল্লাহকেই কৃতিত্ব দিয়েছেন রিশাদ, ‘নিজের প্রতি ধৈর্য্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। চেষ্টা করেছি দলকে কীভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়। আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম। (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই ছিলেন, অনেক সহায়তা করেছেন। তিনি বলছিলেন, নিজের শক্তিতে থাকতে, ভালো বল সম্মান দেখাতে এবং বাজে বল মেরে দিতে।’

ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া সেই ইনিংস নিয়ে আগে থেকে পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি, ‘আসলে কোনো কিছু নির্দিষ্ট পরিকল্পনা করে যাইনি। রিয়াদ ভাই সঙ্গে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, কখন কী করতে হবে। তো এখানে আগের থেকে কী হবে না হবে, সেসব পরিকল্পনা করার কিছু নেই।’

বল হাতেও অ্যালেক্স রসের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন রিশাদ। পরে দারুণ ফিল্ডিংয়ে ফিরিয়েছেন দুই বলে দুই রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে। নিজের ফিল্ডিং নিয়ে রিশাদ বলেন, ‘আসলে সীমানায় ফিল্ডিং করলে এরকম সুযোগ কয়েকটা আসে। (দৌড়ে) ধরে ফেলতে পেরেছি, এজন্য অ্যাডজাস্ট করে (থ্রো) মেরে দিয়েছি আর কী। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়… আক্রমণাত্মক, যেহেতু সীমানায় ফিল্ডিং করি। স্লগ ওভারে সীমানায় ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়।’