Saturday, November 27th, 2021, 12:31 pm

টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ৫০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই বস্তিতে অগ্নিকাণ্ডে ৫০০টির বেশি বস্তিঘর পুড়ে গেছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শত শত মানুষ নিঃস্ব হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মানিক-উজ-জামান জানান, টঙ্গীর মাজার বস্তির একটি ঘর থেকে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চিৎকার শুনে বস্তিবাসীরা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও আগুনে তাদের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে, কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়রা বলছেন আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে।

–ইউএনবি