টঙ্গী ব্রিজ থেকে নগরীর মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় আটকা পড়েছেন ঢাকার নিত্যযাত্রীরা।
টঙ্গী ব্রিজ-আবদুল্লাহপুর-বিমানবন্দর থেকে ঢাকার মহাখালী-মগবাজার পর্যন্ত বিস্তৃত যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টঙ্গীতে ইজতেমাগামী যানবাহনের প্রচণ্ড চাপে ঢাকার বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক, উত্তর) আবু সালেহ মো. রায়হান জানান, এই যানজটের প্রধান কারণ হচ্ছে ইজতেমাগামী মানুষদের কারণে সৃষ্ট যানবাহনের চাপ।
বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য হেঁটে যেতে দেখা গেছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করায় দুপুর ১২টার দিকে যানজট সহনীয় পর্যায়ে চলে আসে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ইভটিজিং কে কেন্দ্র করে বিদ্যালয়ে হামলা, দুই শিক্ষকসহ আহত ১৫
১৩ সেপ্টেম্বর কুলাউড়া বিএনপির কাউন্সিল
কুলাউড়ায় গোসল নেমে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু