অনলাইন ডেস্ক :
ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ একটি মৌসুম কাটানো রিশার্লিসনকে পেতে ইউরোপের কয়েকটি ক্লাব আগ্রহী ছিল বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারকে বেছে নিলেন তিনি। এভারটন থেকে পাঁচ বছরের চুক্তিতে আন্তোনিও কন্তের দলে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুটি ক্লাবের ওয়েবসাইটেই শুক্রবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিবিসি লিখেছে, এভারটনকে দলে টানতে ৬ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে টটেনহ্যামের। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে রিশার্লিসন গোল করান পাঁচটি। ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে এভারটনের অবনমন এড়ানোয় ২৫ বছর বয়সী এই ফুটবলার রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ২০১৮ সালে ওয়াটফোর্ড থেকে টটেনহ্যামে যোগ দিয়ে রিশার্লিসন ক্লাবটির হয়ে লিগে ১৩৫ ম্যাচে মোট ৪৩টি গোল করেছেন।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম