December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 13th, 2021, 7:58 pm

টম ক্রুজের সঙ্গে অভিনয় করবেন পাকিস্তানি নায়িকা মাহিরা

অনলাইন ডেস্ক :

মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অসাধারণ অভিনয় এবং সৌন্দর্য দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডে তিনি অভিষিক্ত হয়েছেন শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমা দিয়ে। সম্প্রতি বেশ ভালো সময় পার করছেন এ অভিনেত্রী। থাকেন নানা রকম আলোচনায়। ‘মাশিওন’ নামে একটি ইউটিউব চ্যানেল ও রয়েছে তার। যেখানে তিনি ফ্যাশন, জীবনযাত্রা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। সম্প্রতি তার এক ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সে ভিডিওতে দেখা যায়, তিনি তার ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছেন। একপর্যায়ে কথা বলতে বলতে টম ক্রুজ নিয়েও আলোচনার করেন তিনি। এক অনুরাগী জিজ্ঞাসা করেছিলেন, আপনি টম ক্রুজের সাথে একটি ছবিতে সাইন করেছেন বলে শুনছি। এটা কি সত্যি? জবাবে মাহিরা খান বলেন, ‘টম, আমার ভালবাসা, আমি খুব দুঃখিত যে এটি ফাঁস হয়ে গেছে। আমি এটিকে এতদিন লুকানোর চেষ্টা করেছি। আমি নিশ্চিত যে আপনি উচ্ছ্বসিত। তবে যাই হোক, আপনি আমাকে শিগগিরই টমের সঙ্গে দেখতে পাবেন।’ তার এই উত্তর বেশ আলোচনায় এসেছে। এটি নিছকই মজা করে বলা নাকি সত্যিই টমের সঙ্গে কাজ করবেন মাহিরা; তা স্পষ্ট নয়। এদিকে এক ভক্ত তার কাছে জানতে চান গোপন বিয়ে সম্পর্কে। মাহিরা বলেন, ‘আপনি কি আমার হাতে কোন আংটি দেখেছেন? যদি আমি বিয়ে করি তাহলে অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করবো। বিয়ে করা তো দূরে থাক, আমার সঙ্গে কারো বিয়ে ঠিকও হয়নি।’ প্রসঙ্গত, অভিনেত্রী মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। অভিনয়ের আগে ২০০৬ সালে ভিজে হিসেবে ক্যারিয়ার তার শুরু করেন তিনি।