January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 8:01 pm

টরেন্টোতে ‘মেঘনা কন্যা’

অনলাইন ডেস্ক :

দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (আইএফএফএসএ) ধরা হয় এ অঞ্চলের সবচেয়ে বড় সিনেমার আসর হিসেবে। এতে এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ফুয়াদ চৌধুরী নির্মিত বাংলাদেশের সিনেমা ‘মেঘনা কন্যা’র। কানাডার টরেন্টোর এটি স্থানীয় মাল্টিপ্লেক্সে গত ১৫ অক্টোবর সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নারীপাচারকে কেন্দ্র করে গ্রামে ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। নির্মাতা ফুয়াদ চৌধুরীর মতে, নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন পূরণের গল্প।

‘আনোয়ার আজাদ ফিল্মস’ ও ‘এস জে মোশনস পিকচার্স’ প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। জানা গেছে, প্রিমিয়ারে ‘মেঘনা কন্যা’ দর্শক ও বোদ্ধাদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের জন্য।