January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 14th, 2022, 7:55 pm

টাইগারদের টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয়

অনলাইন ডেস্ক :

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে দারুণ খেলছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দেরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল তামিমবাহিনী। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ২০ দশমিক ৪ ওভারেই। এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে শেষ পাঁচ সিরিজের সবকয়টি জিতল টাইগাররা। উইন্ডিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাদেরই মাঠে। এর আগে, আফগানিস্তানকে দেশের মাটিতে ২-১, জিম্বাবুয়েকে তাদের মাঠে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।