অনলাইন ডেস্ক :
আবার সেই কাইল মেয়ার্সের কাছে নাকানি-চুবানি খেল বাংলাদেশ। চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শনিবার দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন মেয়ার্স। গত বছর এই মেয়ার্সই চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বিপরীতে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরি তো দূরের কথা, ব্যাট করাই যেন ভুলে গেছেন! এটাকে টাইগারদের জন্য ‘শাস্তি’ হিসেবে দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এই অবস্থা থেকে উত্তরণে একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটিও হচ্ছে। কিন্তু মেয়ার্স যেমন ১২০ পেরিয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। কোনো দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে এখানেই মূল ব্যবধান। ‘১২৬* রানে অপরাজিত মেয়ার্সকে দেখে শিক্ষা নিতে বলেন ডমিঙ্গো, ‘মেয়ার্সের মতো আমাদের কারো ১২০ রানের ইনিংস খেলতে হবে। গত বছর ওরা আমাদের বিপক্ষে চট্টগ্রামে ৪০০ রান তাড়া করেছিল। মেয়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ তেমন বড় ইনিংস খেলতে পারছে না। মেয়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এ রকম ভালো ব্যাটিং না করতে পারলে ভালো দলগুলো আমাদের শাস্তি দেবে এবং সেই শাস্তিটাই এখন পেতে হচ্ছে। ‘
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম