January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 19th, 2023, 7:43 pm

‘টাইগার’ আহত

অনলাইন ডেস্ক :

আহত হয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। শরীরচর্চা করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই দুঃসংবাদ জানিয়েছেন সালমান খান নিজেই। এ ছবিতে দেখা যায়, সালমানের বাঁ কাঁধে মেডিকেল টেপ লাগানো। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ যখন ভাবে সে সারা বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজি ওজনের ডাম্বেল তুলে দেখাও। টাইগার আহত।’ সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে হাজির হবেন তারা। এজন্য আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

‘টাইগার থ্রি’ সিনেমার ব্যয়বহুল এই অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিং শুরু করেছেন পরিচালক মণীশ শর্মা। কঠোর নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ের মাধ দ্বীপে দৃশ্যধারনের কাজ শুরু হয়। কিন্তু এর মাঝে আহত হলেন ‘টাইগার’। এর আগে একটি সূত্র পিংকভিলাকে বলেছিলেন, ‘‘টাইগার থ্রি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এজন্য তিনি ব্যয় করেছেন ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ৭৪ লাখ টাকার বেশি)। সালমান-শাহরুখ খানকে একফ্রেমে রাখার ধারণাটাই আইকনিক, যা ‘পাঠান’ সিনেমায় ঘটেছে। ‘টাইগার থ্রি’ সিনেমার মাধ্যমে বিষয়টি অন্য স্তরে নিয়ে যেতে চাচ্ছেন আদিত্য।

এই দুই মেগাস্টারকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি ব্যয়ে অ্যাড্রেনালিন-পাম্পিং অ্যাকশন সিয়েকুন্সে করতে যাচ্ছেন।’’ টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। বেশ কয়েক বার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ নভেম্বর মুক্তি পাবে এটি।