টাঙ্গাইল:
টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটার দেবাশীষ সরকার। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্নে বিভোর এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই বয়সভিত্তিক দলে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। ক্রিকেটকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি।
সম্প্রতি ঘরোয়া পর্যায়ের এক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে আলোচনায় আসেন দেবাশীষ। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে এগিয়ে চলছেন তিনি। অনূর্ধ্ব–১৯ জাতীয় দলের সদস্য হিসেবে ইতোমধ্যে নিজের সামর্থ্য দেখিয়েছেন। অতীতের দুঃখ–কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়া এখন তার একমাত্র লক্ষ্য।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের আশীষ সরকার ও ময়না রানী দম্পতির একমাত্র সন্তান দেবাশীষ। সাধারণ গ্রামীণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার এখন অনেকের অনুপ্রেরণা।
২০১৬ সালে ফুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি তীব্র আগ্রহ তৈরি হয় তার। পরিবারের উৎসাহে টাঙ্গাইল শহরে এসে টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে বিসিবি স্বীকৃত কোচ আরাফাত রহমানের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ নেন। পরে তিনি টাঙ্গাইল জেলার অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৭ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২২ সালে অনূর্ধ্ব–১৭ জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভারত সফরে নেতৃত্ব দেন দেবাশীষ। তার নেতৃত্বে বাংলাদেশ দুটি ম্যাচেই জয় পায়। টেস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি ও ওয়ানডেতে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পরবর্তীতে দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সফরেও ভালো পারফরম্যান্স করেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ সিরিজে অংশ নেন দেবাশীষ। মিরপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত তিন ম্যাচের মধ্যে দুইটিতে খেলেন এবং মোট ৯ উইকেট দখল করেন তিনি। বর্তমানে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগে গাজী টায়ার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন।
প্রিয় ক্রিকেটার হিসেবে দেশে সাকিব আল হাসান ও বিদেশে শচীন টেন্ডুলকারকে অনুসরণ করেন দেবাশীষ।
দেবাশীষের বাবা আশীষ সরকার বলেন, “ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ওর গভীর আগ্রহ ছিল। অনেক কষ্ট ও পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছে। আমার বিশ্বাস, একদিন ও জাতীয় দলে খেলবে।”
সাবেক ক্রিকেটার আবু নাসের মানিক বলেন, “দেবাশীষ টাঙ্গাইলের প্রথম খেলোয়াড়, যিনি জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা রাখেন। তার মধ্যে আছে অধ্যবসায় ও আত্মবিশ্বাস।
প্রাইম ধলেশ্বরী ক্লাবের হেড কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা আরাফাত রহমান বলেন, “দেবাশীষ আমার সরাসরি ছাত্র। সে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে টাঙ্গাইলের ছেলে খেলেছে—এটা আমাদের জন্য গর্বের। আমি নিশ্চিত, একদিন সে জাতীয় দলের হয়ে খেলবে।

আরও পড়ুন
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র্যালি ও আলোচনা সভা