টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংড়া এলাকায়।
নিহতরা হলেন কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে ২০ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাংড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১০ জন শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
নির্যাতন ও দারিদ্র্য পেরিয়ে তিন নারীর অদম্য জয়গাথা
রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে ভাষিয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন
কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে ফুঁসে উঠছে যুবসমাজ! ঐক্যের ডাকে সভা সম্পন্ন