September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 6:04 pm

টাঙ্গাইলের নাগরপুরে খাসজমিতে ঘর, অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে খাসজমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাকির তালুকদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গয়হাটার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৫৭ নং দাগের জমি ও খালের অংশে ঘর নির্মাণ করা হয়েছে। অভিযুক্ত জাকির মরহুম ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে এবং পুলিশের এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগ্নে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাকির রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে আসছেন। কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘর নির্মাণ প্রসঙ্গে জাকির বলেন, “এই জায়গার কাগজ আমার বাবার নামে আছে।” তবে আওয়ামী লীগের কোনো পদবি নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, “বিষয়টি তদন্তাধীন। কাগজ যাচাই করে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকলে উচ্ছেদ করা হবে।”