টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটায় শোভাযাত্রাটি মির্জাপুর বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যা তালুকদার, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল কাশেম মৃধা এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় মোটরসাইকেল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যা তালুকদার, উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা।
উপস্থিত ছিলেন, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, মো. সানাউল ইসলাম, যুববিভাগের উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইসমাঈল হোসেন। মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল ও দুইসহস্রাধিক নেতা-কর্মি
অংশ নেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে