টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত হলো কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি।
গবাদিপশুর টিকাদানের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা করেন বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের গবাদিপশুর চিকিৎসা ও টিকা প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। একইসাথে এক হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয় একটি বিশেষ কৃষি কার্ড, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক পদ্ধতিতে ফসল, মাছ ও গবাদিপশুর উৎপাদন বৃদ্ধির দিকনির্দেশনা সংযুক্ত ছিল।
প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য বিষয়ে সেবা দিতে খোলা হয় আলাদা বুথ। অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার ও কৃষিবিদরা কৃষকদের পরামর্শ, ওষুধ ও বীজ সরবরাহ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। যারা এখন বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না—জনগণ তা মেনে নেবে না।”
তিনি আরো বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যেখানে জনগণই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।”
কৃষিবিদ আলহাজ্ব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
কৃষিবিদ মোঃ নোয়াখেরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, কৃষিবিদ ডাঃ মোঃ ইমরান হাসান লিংকন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ ডাঃ মোঃ আতাউর রহমান সোহাগ।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ গাছ, ঘাসের চারা ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রগঠনের ৩১ দফার আলোকে, এই আয়োজনটি ছিল ২৭ ও ২৯ দফার মাঠপর্যায়ের বাস্তবায়নের অংশ।
এই অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ আয়োজন আরও উন্নত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন কৃষিবিদ টাঙ্গাইল সদর শাখার নেতৃবৃন্দ।
আরও পড়ুন
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন
কুড়িগ্রামে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ কর্মীরা