January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 1:41 pm

টাঙ্গাইলে ঘরে মিললো শাশুড়ি পুত্রবধূসহ তিনজনের লাশ

অনলাইন ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বাড়ি থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার বছর বয়সী এক শিশুকে।

নিহতরা হলেন- কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জয়নুদ্দীনের মা জামেলা (৫৫) ও স্ত্রী সুমি (২০) এবং শাহজালাল (২৯)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির মেয়ে সাথী (৪)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক।