মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী সহ ৩৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়। দুপুর ১২ টার দিকে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্তত ৩৪ জনকে আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সেনাবাহিনী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর