August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:33 pm

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সম্মিলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” দিবস উপলক্ষে টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের এক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে এক সম্মিলনের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে সম্মিলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জুলাই যোদ্ধা ফাতেমা রহমান বীথি, মো: মনিরুল ইসলাম, শহীদ মারুফের মা মোর্শেদা বেগম, শহীদ ইমনের ভাই সুজন মিয়া, সুজন আহমেদ বাবু প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার এক সাহসী প্রতিবাদ। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে ছিল এক অনন্য সংগ্রাম। গণঅভ্যুত্থান ছিল একটি জাতির চেতনার পূর্ণ জাগরণ।  এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। তাই বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সম্মিলনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, বর্তমান সরকারের এক বছর অতিবাহিত হচ্ছে । কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের হত্যাকারীদের এখন পর্যন্ত কোন বিচার হয়নি।  তারা বলেন,২৪ এর চেতনা নিয়ে কোন দালালী চলবে না। আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার জোর দাবি জানান তারা।

আলোচনা সভা শেষ জেলা প্রশাসক ও পুলিশ সুপার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এর আগে জেলা তথ্য অফিসের আয়োজনে ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

 

মোস্তফা কামাল নান্নু

 

টাঙ্গাইল