টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকৃতির আশীর্বাদ বটগাছ, কখনো ছায়া দেয়, কখনো সৃষ্টি করে নিবিড় মায়া। তবে সেই বটগাছই যখন হয়ে ওঠে মৃত্যুফাঁদ, তখন তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে। এমনই এক বটগাছ এখন টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুর চৌরাস্তার মানুষের কাছে যমদূতের মতোই ভয়ংকর।
টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত বিশালাকৃতির একটি পুরাতন বটগাছ হেলে পড়েছে ব্যস্ত বাজারের উপর। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের একাধিক দোকান।
বাজারের ক্ষতিগ্রস্ত দোকানদার হালিম মিয়া জানান, “বটগাছটা ঢলে পড়ায় আমার দোকান একেবারে ধ্বংস হয়ে গেছে।”
আরেক ব্যবসায়ী মিনহাজ মিয়া বলেন, “আমার দোকানও ক্ষতিগ্রস্ত। যেকোনো সময় গাছটা দুমড়ে পড়ে যেতে পারে। তাই ভয়ে দোকান খুলতে পারছি না।”
চা বিক্রেতা নুরু মিয়া বলেন, “এই গাছের ছায়ায় বসেই সংসার চালাতাম। এখন হেলে পড়ায় দোকান গুটিয়ে বসে আছি।”
এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও এনজিওকর্মী শাহীন আলমগীর বলেন, “বটগাছটি যেহেতু সরকারি জায়গায়, আমাদের ইচ্ছা থাকলেও কাটতে পারছি না। তবে আমি নিজ উদ্যোগে স্থানীয়দের সাক্ষর নিয়ে পৌরসভা, বিদ্যুৎ অফিস, এলজিইডি এবং বনবিভাগকে লিখিতভাবে জানিয়েছি।”
তবে বিদ্যুৎ বিভাগের (কচুয়াডাঙ্গা ফিডার) নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন বলেন, “আমি এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”
টাঙ্গাইল পৌরসভার কর আদায় (বাজার) কর্মকর্তা রাজীব জানান, “স্থানীয়ভাবে মিলন ভাই অভিযোগটি দিয়েছেন। অফিস সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাহী কর্মকর্তাকে জানানো সম্ভব হয়নি। আগামীকালই তাকে জানাবো।”
তিনি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের নম্বর দিলেও, একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এলাকাবাসীর কণ্ঠে হতাশা— “ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলো”—এই প্রবাদের মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না।”
স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি ও সম্পদ ধ্বংসের মতো ঘটনা।

আরও পড়ুন
শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ