August 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 7:20 pm

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতা সহ গ্রেফতার ৩

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল :

 

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

আজ রোববার বিকেলে গ্রেফতারকৃতদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মোঃ আতাব আলীর ছেলে মোঃ শাহীন (৩২), সন্তোষ এলাকার মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল আহমেদ (২৭), বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদার রানা আহাম্মেদ এর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের মামলায় ১৬ আগষ্ট দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদ এর স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা  দায়ের করেন।

 

 

টাঙ্গাইল