টাঙ্গাইল প্রতিনিধি
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে দুদকের গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গনশুনানীর আয়োজন করে জেলা দুর্নীদি দমন কমিশন।
টাঙ্গাইলের বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের নানা অভিযোগ সরাসরি শোনা হয়। একই সাথে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের সিদ্ধানের পাশাপাশি অনেক অভিযোগের নিস্পতি হয় গনশুনানীতে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় গনশুনানীতে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর ও টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সুচনা বক্তব্যে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলার জন্যই গনশুনানীর এ আয়োজন। দুর্নীতি করে কেউ রেহাই পাবেনা বলেও মন্তব্য করেন তিনি।
গনশুনানীতে বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসাীয় মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্মারকলিপি প্রদান
র্যাব-১৩’র অভিযানে রংপুরে হেরোইনসহ ১ জন মহিলা মাদকব্যবসায়ী আটক