August 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:29 pm

টাঙ্গাইলে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন সাংবাদিক

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

 

ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন যায়গায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত ঘটে দূর্ঘটনা। বিষয়টি নিয়ে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া প্রতিবেদন প্রকাশ করলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি।

এক প্রকার হতাশ হয়েই ৭১ টিভির টাঙ্গাইল প্রতিনিধি এম. এ রাজ্জাক নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু  করেন।

এতে কর্তব্যরত শ্রমিকদের নিরাপত্তা চেয়ে  সড়ক ও জনপদ বিভাগ এবং ট্রাফিক বিভাগে আবেদন করেন।

ট্রাফিক বিভাগের সহযোগিতা পেলেও, পায়নি সড়ক ও জনপদ বিভাগ থেকে কোন প্রকার সহযোগিতা।

সাংবাদিক এম এ রাজ্জাক বলেন, আমার বাড়ি মহাসড়কের খুব নিকটে। চোখের সামনে বিভিন্ন দূর্ঘটনা ঘটতে দেখে, একজন মানুষ হিসেবে নিজিকে সামলাতে কস্ট হয়। বিভিন্ন দফতরে ধরনা দিয়েও যখন কোন সুরাহা দেখিনা।  তখন নিজের উদ্যোগেই সংস্কার কাজের সিদ্ধান্ত নেই।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক হিরু বলেন, আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করি। রাস্তার বিভিন্ন অংশে ঢালাইয়ের রড বের হয়ে জনগনের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিনই ঘটে দূর্ঘটনা ও প্রানহানি।  সাংবাদিক রাজ্জাকের এমন উদ্যোগে এলাকাবাসী তারপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিক রাজ্জাক এর আবেদনের প্রেক্ষিতে তাকে ট্রাফিক বিভাগের সর্বাত্মক সহযোগিতার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। আমার কাছ থেকে ভালো কাজের সবসময় সহযোগিতা পাবে টাঙ্গাইলবাসী।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।