January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 7:31 pm

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপাশে গোল চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ, স্থানীয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

—ইউএনবি