টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহŸায়ক আনিসুর রহমান উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুইজবাড়ি বাজার সংলগ্ন লিওন বেকারির মালিক ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক আনিসুর রহমান উত্তম। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন মুখোশধারী ওই বেকারিতে প্রবেশ করে আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহŸায়ক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশে ‘লিওন বেকারি’ নামে তাদের একটি বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে উত্তম দেখভাল করতে ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। এসময় ওৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরো জানায়, ফ্যাক্টরির বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল এবং মুখবাঁধা অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ভেতরে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, মগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক আনিসুর রহমান উত্তমকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছিল। তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, বিএনপি নেতা আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে- পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় সেটি ছিল পূর্বপরিকল্পিত। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে- সে বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন
আ.লীগের দলীয় কার্যালয়ের কথা বলে স্কুলের ভিতরে তিনতলা বিল্ডিং বাড়ি, শিক্ষার্থীদের ভোগান্তি
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
টাঙ্গাইলে হলুদ চাষে কৃষকের সুদিনের স্বপ্ন