September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 7th, 2025, 7:21 pm

টাঙ্গাইলে বিদ্যুৎ এর সরঞ্জামসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে আসছিল। রোববার দুপুরে, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি কৃত মালামালসহ দু’জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভারড়া  ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত নাগরপুরের বিভ অঞ্চলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল এবং তার চুরি হওয়ার অভিযোগ পেয়ে আসছিলাম। এই অভিযোগ আমলে নিয়ে একদল চৌকস সদস্য নিয়ে চরিকরা মালামলসহ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের সময় তারা বিদ্যুতের চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল।

এ ঘটনায়, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে মামলা দিলে, ঐ মামলায় অভিযুক্তদের আলামতসহ আদালতে প্রেরণ করা হয়।