August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 5:30 pm

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

দেশের পরিবেশ সংরক্ষণে উদ্যোগ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, ভিপি নুরুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ন আহবায়ক  সৈয়দ হাবিবুল আলম শাতিল, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাওন, শহর বিএনপির সহ-সভাপতি আসলাম মিয়া, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও জেলা যুবদলের সদস্য তারেক সিদ্দিকী সুজন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।