টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে বিল থেকে ভাসমান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জেলার
নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এই লাশ উদ্ধার করছে থানা পুলিশ।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিহতের বয়স ৫০ এবং ৬০ এর মাঝামাঝি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় স্থানীয় বাসিন্দার ঐ বিলে মাছ ধরতে গেলে, কচুরিপানার সাথে একজন মানুষের মরদেহ ভাসতে দেখেন। পরে তারা ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করা হয়। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি থানা পুলিশকে জানালে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ইউপি সদস্য আফজাল বিষয়টি স্বীকার করেছেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরিচয় সনাক্তে টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যদের সহযোগিতা কামনা করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নাগরপুর থানায় ১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত ও লাশের পরিচয় সনাক্তের পর কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট