January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 9:15 pm

টাঙ্গাইলে মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ নিহত ৩

টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাতে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এর আগে মহিষের আক্রমণে রবিবার বিকালে হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন-উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তারুটিয়া গ্রামের বাসিন্দা হাসমত আলী খান, একই এলাকার কিতাব আলী এবং আজগর আলীর স্ত্রী হাজেরা বেগম।

স্থানীয়রা জানায়, দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়া কৃষিকাজের জন্য এক জোড়া মহিষ কেনেন। রবিবার একটি মহিষ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়।

এ সময় লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের মানুষের ওপর হামলা চালায়। পরে মহিষটিকে ধরতে গিয়ে দুই ঘণ্টায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। এর আগে রবিবার বিকালে এক নারী মারা গেছেন।

এ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

—-ইউএনবি