টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রেবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার গুণগ্রাম হাজীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- লাউয়াগ্রামের সোনা মিয়া (২২) এবং অষ্টচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)। তারা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। এছাড়া নিহতরা সবাই হলেন ঘাটাইল উপজেলার।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহত তিনজন গ্যারেজে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁরা গ্যারেজে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে গুণগ্রাম হাজীনগর এলাকায় মাইক্রেবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এছাড়া মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল বলে এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান।
—ইউএনবি
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ