August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:03 pm

টাঙ্গাইলে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইল ০৫ আগস্ট :

জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একমাত্র শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল  করিমগঞ্জ ঘোনা পাড়া গোরস্থানে

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আবু সাঈদ।

এ সময় ঘাটাইল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,শহীদ হাফেজ সাদিকের পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময়—১৯ জুলাই শুক্রবার, ২০২৪ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাপকভাবে রাজপথে পালিত হচ্ছিল। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদীঘি ইউনিয়নের করিমগঞ্জ ঘোনা পাড়া গ্রামের হাফেজ সাদিক জুমার নামাজ শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে রাজপথে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এ সময় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করলে একটি গুলি সাদিকের পিঠে লাগলে নিহত হয় সে। পরবর্তীতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলবাড়িয়া করিমগঞ্জ ঘোনা পাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।