টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাঘিলে রবিবার বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কালাম মিয়ার মেয়ে রোশনি আক্তার, জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশা চালক হামিদ মিয়া (৬৫) ও বাঘিল গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫২)।
নিহতদের মধ্যে রোশনি ও বিথী বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, বিকালে বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন আহত হয়।
আহতদের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ও বাকিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ বাস ও অটোরিকশাটি আটক করেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দেয়ায় টাঙ্গাইল-জামালপুর সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন