January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 9:15 pm

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের মাইনুউদ্দিন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৫) ও তাদের ছেলে সিয়াম (৭ বছর) এবং একই গ্রামের অটোরিকশার চালক ফরহাদ আলী (৩৫)।

মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মাইনুদ্দিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে মধুপুর যাচ্ছিলেন। তারা মধুপুরের গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে।

—-ইউএনবি