টাঙ্গাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোর হোটেল পিয়াসির দ্বিতীয় তালায় আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান। এসময় হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাজিম আল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে, ইংরেজি দৈনিক নিউএজ এর প্রতিনিধি হাবিব খান, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু।
বৈঠকে বক্তারা মূল প্রবন্ধের ১২টি অনুচ্ছেদের ৬৭টি দফা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত