August 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 19th, 2025, 6:41 pm

টাঙ্গাইলে ৪ লাখ টাকার দুয়ারী চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ দুয়ারী চায়না জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বইল্লা বিলে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু সাঈদ ।

তিনি জানান, উপজেলার বইল্লা বিলে অবৈধ দুয়ারী চায়না জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে এ সব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আতিয়ার রহমানসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু সাঈদ জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।