টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সম্পর্কে অগণতান্ত্রিক ও পকেট কমিটি অভিহিত করে তা বাতিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের দাবিতে সাংবাদ সম্মেলন করেছে সমিতির অপর অংশ।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা অভিযোগ করেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম সম্পন্ন স্থবির ও অচল হয়ে পড়ে। এ সময় ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানসহ বেশ কয়েকজন ট্রাক মালিক ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে সমন্বয়ের মাধ্যমে সমিতি পরিচালনা করতে থাকে। এ অবস্থায় গত ৩ সেপ্টেম্বর শহরের মেইন রোডে অবস্থিত জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৃত ট্রাক মালিকবিহীন একটি পকেট কমিটির ঘোষণা করা হয়। এতে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলিকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও পকেট কমিটি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অনেকেই স্থান পেয়েছে।
প্রকৃত ট্রাক মালিকদের বাদ দিয়ে কমিটি গঠন করায় সমিতি হুমকির মুখে পড়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা না করলে জেলায় ট্রাক চলাচল বন্ধ করে দেয়াসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ প্রকৃত অনেক ট্রাক মালিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশ ও গণসংযোগ
বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইনকৃত ২০ রোহিঙ্গাসহ আটক-২১
মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে হাঁস মুরগি হাট: শিক্ষক,শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে