October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 6:21 pm

টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে৷ বুধবার(২৪ সেপ্টেম্বর)সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনাতয়নে টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন  টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ  খালেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭জন সদস্য ও তার পরিবারের অংশগ্রহনে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি ইসলাম পলি ও মোঃ রওশন আলী।

টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট হলো সদস্যদের জন্য দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে এবং সদস্যর পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি।