টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা বিএনপি গত দুই দশক ধরে সাংগঠনিক অচলাবস্থার মধ্যে রয়েছে। শহরের নিজস্ব কার্যালয় হারানোর পর থেকে দলটি এখানকার রাজনীতিতে দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ জেলা সম্মেলনের তিন বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।
এই পরিস্থিতিতে তৃণমূলের আস্থা রয়ে গেছে দুই নেতার প্রতি—অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাহউদ্দিন টুকু। তারা যথাক্রমে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের সম্ভাব্য প্রার্থী।
জেলা কমিটির অচলাবস্থা
২০২২ সালের ১ নভেম্বর বিএনপির টাঙ্গাইল জেলা সম্মেলনে হাসানুজ্জামান শাহিন সভাপতি ও অ্যাডভোকেট ফারহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উভয়েই ছাত্রদল থেকে উঠে আসা নেতা।
তবে তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় দফতরে পাঠানো তালিকাটি পক্ষপাতমূলক অভিযোগে বাতিল হয়। এর ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় এবং নেতৃত্বে বিভক্তি বাড়ে।
টুকু টাঙ্গাইল-৫ এ জনপ্রিয়
কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রভাবশালী মুখ। দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে উপস্থিতি তাকে জনপ্রিয় করে তুলেছে।
স্থানীয় নেতারা জানান, টুকু রাজনৈতিক দমন-পীড়নের মুখেও দল ছাড়েননি। কারাবরণ, নির্যাতন ও আত্মগোপনের সময়ও তিনি কর্মীদের পাশে ছিলেন।
তিনি তরুণদের সম্পৃক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছেন।
পিন্টু টাঙ্গাইল-২ এ অভিজ্ঞ নেতা
বিএনপির প্রতিষ্ঠাকালীন জেলা নেতা অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ আসনে দীর্ঘদিন ধরে সক্রিয়।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি ১৭ বছর কারাবরণ করেন। যদিও মামলা এখনো বিচারাধীন, তার দীর্ঘদিনের বন্দিত্ব এবং নির্যাতনের বর্ণনা সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করেছে।
২০২৪ সালের ডিসেম্বরে মুক্তির পর তিনি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। স্থানীয় নেতারা জানান, তার সততা, সরলতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা তাকে আবারো জনপ্রিয় করেছে।
দলীয় সিদ্ধান্ত
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে পিন্টু এবং টাঙ্গাইল-৫ আসনে টুকুকে মনোনয়নের বিষয়ে ইতিবাচক।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, সাংগঠনিক দুর্বলতার মধ্যে এই দুই নেতাই দলের জন্য নির্ভরযোগ্য মুখ।
তাদের ভাষায়, “তারা দুঃসময়ে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কর্মীদের পাশে থেকেছেন—এখন দলের উচিত তাদের পাশে দাঁড়ানো।”
আরও পড়ুন
কুলাউড়ায় কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পিস্তলসহ গ্রেপ্তার -১
সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার
রংপুরে জামায়াতে ইসলামী’র ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন