সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ।
তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘সন্দেহজনক গতিবিধির’ জন্য ৩৬ পর্যটককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৭টার দিকে নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে যান বুয়েট শিক্ষার্থীরা। বিকালে পাটলাই নদীর তীরে নতুন বাজারে পৌঁছালে দু’টি স্পিড বোটে করে শিক্ষার্থীরা টেকেরহাট পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় পুলিশের একটি দল দুই নৌকার মাঝি আহাদুল মিয়া ও মুহাদ্দিস মিয়াসহ তাদের আটক করে।
পরে তাদের তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।
তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর রলুকদার বলেন, আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার