January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 25th, 2021, 6:30 pm

টানটান উত্তেজনা নিয়ে হাজির ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

অনলাইন ডেস্ক :

‘মিশর রহস্য’ ও ‘ইয়েতি অভিযান’-এর পর ‘কাকাবাবু’ সিরিজের নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা সৃজিত মুখার্জি। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমার ট্রেইলার। রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় ভরপুর গল্প নিয়ে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আফ্রিকার জঙ্গল, জন্তু, কাকাবাবু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সঙ্গে সন্তু চরিত্রে আরিয়ান ভৌমিক। একটি গুরুত্ব চরিত্রে আছেন ‘একেন বাবু’খ্যাত অনিবার্ণ চক্রবর্তী। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। ‘কাকাবাবু’ সিনেমার এর আগে প্রেক্ষাপট ছিল মিশর ও পাহাড়। এবার প্রথম জঙ্গলের রোমাঞ্চ পর্দায় উপভোগ করবেন এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা। আফ্রিকার জঙ্গলে একের পর এক পর্যটক নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যভেদ করবেন ‘কাকাবাবু’। কেনিয়ার দ্য গ্রেট মাসাইমারা রিজার্ভ ফরেস্টে ভেতরে এবার তাদের অভিযান। রহস্যভেদ করতে গিয়ে নানা রকম বিপদে পড়তে হয় তাদের। কীভাবে সকল বাধা তারা অতিক্রম করবেন ট্রেইলারে তারই এক ঝলক দেখানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। একই দিনে মুক্তি পাবে সৃজিত মুখার্জির আরেক সিনেমা ‘সাবাশ মিতু’।