December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 15th, 2024, 7:45 pm

টানা ইউরোর দুই ফাইনাল হেরে হতাশ কেইন

অনলাইন ডেস্ক :

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। রোববার ফাইনালে ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় স্প্যানিশরা। সেইসঙ্গে আরও একবার হৃদয় ভেঙেছে ইংল্যান্ডের। গত ইউরোর ফাইনালে ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংলিশরা। টানা দুই ফাইনাল হেরে বেশ হতাশ ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ফাইনাল হারের পর কেইন বলেন, ‘দলের জন্য আরেকটি কঠিন মুহূর্ত এবং ব্যক্তিগতভাবে আমার জন্যও। শারীরিকভাবে এবং মানসিকভাবেও অনেক কঠিন একটি টুর্নামেন্ট।

এত কাছে এসেও জিততে না পারা! এখন আমরা (মানসিকভাবে) তলানিতে আছি। আমরা ট্রফি জেতার পথ বের করতে পারিনি। এটা লম্বা সময় ধরে আমাদের যন্ত্রণা দেবে।’ এবারের আসরের দুর্দান্ত খেলেছে স্পেন। তাদেরকেই সেরা মানছেন ইংলিশ কোচ সাউথগেট। তিনি বলেন, ‘আমার মনে হয়, স্পেন এই টুর্নামেন্টের সেরা দল।

আমরা এ ম্যাচে ভালোভাবে বলের দখল রাখতে পারিনি। সবার জন্য আমি বিধ্বস্তবোধ করছি। আমরা অল্পের জন্য পারলাম না।’ তিনি আরও বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড দল সত্যি ভালো অবস্থায় আছে। এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই বিশ্বকাপ ও ইউরোতে থাকবে। সামনে তাকানোর জন্য অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে কোনো সান্ত¡নাই যথেষ্ট নয়।’