January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 8:20 pm

টানা চতুর্থ জয় পেল বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস, দোরিয়েলতনের জোড়া গোলে ৩-১ গোলে হারিয়েছে তারা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে, এদিকে ঢাকায় শেখ রাসেল ক্রীড়া চক্র পেয়েছে টানা দ্বিতীয় জয়, সানডে উদোহর জোড়া গোলে তারা ২-০ গোলে হারিয়েছে তারা মোহামেডানকে অন্য ম্যাচে শেখ জামাল ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে, লিগ টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুতে তারাই পিছিয়ে পড়েছিল, ১০ মিনিটে ল্যান্ড্রি এনডিকুমানা এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে ৩৫ মিনিটে দরিয়েলতন সমতা ফেরান, বিরতির আগে তিনিই দলকে ২-১ গোলে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে মতিন মিয়া করেছেন ৩-১, বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৩০ মিনিটে শেখ রাসেল প্রথম এগিয়ে যায় সেই লিডটাই ৯০ মিনিট ধরে রেখে অতিরিক্ত সময়ে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা, ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল, ৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে দুইয়ে, মুন্সীগঞ্জ স্টেডিয়ামে শুকবার (৬ জানুয়ারী) দ্বিতীয় ড্র তাদের, ডেভিড ওজোকাউয়ের গোলে এদিন এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী জামালকে সমতায় ফেরান স্টুয়ার্ট কর্নেলিয়াস।