অনলাইন ডেস্ক :
টানা তৃতীয় মেয়াদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্য দেশগুলো শুধু ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল। ২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো। ২০১৬ সালে ফিফা সেপ ব্লাটারের জায়গায় প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে দায়িত্বে থাকা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন। ১৭ বছর ধরে দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে