January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 6:15 pm

টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লুঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে দুই দিন ধরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সোমবার সকাল থেকে বাগেরহাটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের মোংলায় আবহাওয়া বিভাগ ১৪১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে। কৃষি বিভাগ জেলায় ২৪ ঘণ্টায় গড়ে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে বলে জানা গেছে।

বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকালে মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের শালতলার মোড়, সাধনার মোড়, মিঠাপুকুরপাড়, মেইনরোডসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। একই সাথে জেলার মোড়েলগঞ্জ, শরণখোলা এবং মোংলা উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বৃষ্টিপাতের কারণে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাগেরহাটে গড়ে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলের শীতকালি সবজি কিছু ক্ষতির মুখে পড়েছে।

—ইউএনবি