ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টানা ৪১ দিন মসজিদে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এ সময় নামাজে অংশ নেওয়া আরও ৩৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে কসবার আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
তিনি বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। সকলের উচিত ভালো কাজে এগিয়ে আসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন, সেক্রেটারি গোলাম সারোয়ার, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিনসহ আরও অনেকে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন
রংপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা’র উদ্বোধন
আগামী একমাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে: জয়পুরহাটে বাণিজ্য উপ।দেষ্টা শেখ বশিরউদ্দীন