দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। বুধবার (১ অক্টোবর) থেকে এই ছুটি শুরু হবে, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এ সময় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৫ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে টানা চার দিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।
সাধারণ দিনে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলে, আর শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে টানা চারদিন বন্ধের কারণে এ সময় এসব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ছুটির দিনগুলোতে সব ধরনের ডিজিটাল লেনদেন স্বাভাবিক থাকবে। কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) চালু থাকবে। চাইলে পয়েন্ট অব সেল (পিওএস) থেকেও লেনদেন করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ১২ হাজার ৮১৪টি এটিএম বুথ, ৭ হাজার ৬৪৩টি সিআরএম এবং ১ লাখ ৩৪ হাজার ৩২৭টি পিওএস রয়েছে। ব্যাংকগুলো ইতোমধ্যেই প্রায় ৪ কোটি ৫২ লাখ ডেবিট কার্ড ইস্যু করেছে, যদিও অনেক গ্রাহকের একাধিক কার্ড রয়েছে। এছাড়া ব্যাংকের নিজস্ব অ্যাপ ও ইন্টারনেটভিত্তিক সেবার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের সঙ্গে তাৎক্ষণিক লেনদেন করতে পারেন।
ব্যাংক শাখা ও শেয়ারবাজার বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিংয়ের কারণে টানা চারদিন গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন থাকবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?