January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 17th, 2024, 8:09 pm

টানা ৫ দিনের ছুটিতে দেশের বেনাপোল স্থলবন্দর

টানা পাঁচ দিনের ছুটিতে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল।

শুক্রবার (১৭ মে) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, শনিবার, রবিবার ও সোমবার ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এছাড়া মঙ্গলবার যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং এরসঙ্গে বুধবার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটির কারণে বন্দর দিয়ে সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও শনিবার ও রবিবার কাস্টমসের কার্যক্রম চলবে।

বাংলাদেশ ও ভারত সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্র এসব জানানো হয়েছে। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেবে।

—–ইউএনবি