September 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:56 pm

টিউলিপের গুলশানে ফ্ল্যাটের মালিকানার নথিপত্র আদালতে দিলেন সাক্ষীরা

 

ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক।

রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের শুনানিতে এমন তথ্য আদালতে দাখিল করেছেন সাক্ষীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা— নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী ও সহকারী নির্বাহী সদস্য হিমেল চন্দ্র দাস। তারা ফ্ল্যাট মালিকানা সংক্রান্ত নথিপত্র আদালতে জমা দেন।

এ ছাড়া এদিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সাক্ষ্য দেন। এ নিয়ে প্লট জালিয়াতি নিয়ে আলাদা তিন মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।

এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও অনেককে আসামি করা হয়েছে।

জানা যায়, আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন।

এনএনবাংলা/